Posts

Showing posts from June, 2010

'বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-বাংলাদেশ' একই সূত্রে গাঁথা

'বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-বাংলাদেশ' একই সূত্রে গাঁথা আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বিশেষ প্রতিনিধি ॥ "...জীবন দানের প্রতিজ্ঞালয়ে লক্ষ সেনানী তব পাছে/তোমার হুকুম তামিলের লাগি সাথে তব চলিয়াছে।/রাজভয় আর কারা শৃংখল হেলায় করেছ জয়/ফাঁসির মঞ্চে মহত্ত্ব তব কখনো হয়নি ক্ষয়।/বাংলাদেশের মুকুটহীন তুমি প্রমর্ত রাজ/প্রতি বাঙালির হৃদয়ে তোমার তখত তাজ...।"'বঙ্গবন্ধু-আওয়ামী লীগ-বাংলাদেশ' ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে গাথা। আজ গণমানুষের প্রিয় দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ মানেই বাঙালী জাতীয়বাদের মূল ধারা। অতীতের মতো বাংলাদেশের ভবিষ্যতও আওয়ামী লীগের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। বাঙালী জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ ৬১ বছরে পা রাখল। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার বিখ্যাত রোজ গার্ডেনে জন্ম হয়েছিল এই প্রাচীন রাজনৈতিক দলটির। এই দলের জন্মলাভের মধ্য দিয়েই রোপিত হয়েছিল বাঙালীর হাজারও বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা সংগ্রামের বীজ। জন্মলগ্ন থেকেই দেশের মাটি ও মানুষের প্রতি দলটির নেতাকর্মীদ